চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মার্কিন কবি লুইস গ্লাক। তার সামগ্রিক কাব্যিক প্রতিভা এবং সৌন্দর্যে ব্যক্তিত্বের অস্তিত্বকে সর্বজনীন করে তোলে এমন শ্রুতিমধুর কাব্যিক কণ্ঠের জন্য নোবেল পেয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় সুইডিশ একাডেমি বিশ্বের অত্যন্ত সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করেছে। সাহিত্যের এই নোবেল জয়ী পুরস্কারের অংশ হিসেবে ১০ তিনি মিলিয়ন সুইডিশ ক্রোন পাবেন।
এর আগে ৭ অক্টোবর জিন প্রকৌশলের মাধ্যমে ডিএনএ সম্পাদনার সূক্ষ্মতম কৌশল উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে চলতি বছর রসায়নশাস্ত্রে যৌথ্যভাবে নোবেল পেয়েছেন দুই নারী বিজ্ঞানী (ইমানুয়েল চার্পেনিয়ার-জেনিফার এ দোদনা)।
এছাড়াও ৬ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।
এদিকে আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বহুল কাঙ্খিত শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
আনন্দবাজার/এম.কে