ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষের টাকা গুনে ‘সুন্নত’ বলা এসআই বরখাস্ত

চাঁদপুরের হাজীগঞ্জের ঘুষের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হওয়া সেই উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিনি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

পুলিশ সুপার বলেন, মঙ্গলবার সাময়িকভাবে এসআই মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ দেকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর আগে তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল।

জানা যায়, সম্প্রতি হাজীগঞ্জে একটি দোকানে বসে সাদা পোশাকে এসআই মাহফুজুর রহমানের ঘুষের টাকা গুনে গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজুর রহমান হাজীগঞ্জের একটি দোকানে সাদা পোশাকে বসে ঘুষের টাকা গুনে গুনে পকেটে নিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঐ ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজ স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেন। প্রথমে তিনি বলেন, ‘১০ হাজার টাকা কইছি’, এরপর তার সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ‘সবুরে মেওয়া ফলে।’ মাহফুজ উত্তরে বলেন, ‘এক টাকাও কম হইতো ন।’ তারপর তিনি মুচকি হাসে এবং ‘কাম শেষ, এখন টিয়া’ বলে আরেকজনের কাছ থেকে টাকা গ্রহণ করেন। তার কথোপকথনে আরও উঠে আসে, ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ এবং ‘রুম অন্ধকার, আল্লাহ কইছে মাইনসেরে দেহাই কিল্লাই।’

বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে এসআই মাহফুজুর রহমান বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও আপনার কিনা এমন প্রশ্নের জবাবে, চুপ করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন