ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুদিনা পাতার সাহায্যেই তাড়ান ঘরের মাকড়সা

মাকড়সা সবার ঘরেই জাল বিস্তার করে। এদেরকে ঘর থেকে নির্মূল করাও বেশ কষ্টকর। বাথরুম থেকে রান্মুলসহ প্রায় সকল স্থানেই বিস্তার করে এই কীট।

তবে অনেকেই জানেন না যে ঘরে থাকলে আপনার পরিবারকে অসুস্থ করতে পারে। তাহলে উপায় কি? ঘর থেকে এদের চিরতরে বিদায় দিতে কিছু সহজ উপায় অবলম্বন করুন-

পুদিনা পাতা

মাকড়সা পুদিনা পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন।

এরপরে সেটি স্প্রে বোতলে ভরে ঘরের যে সকল স্থানে মাকড়সার জাল রয়েছে সেখানে স্প্রে করুন। তবে পুদিনা পাতার পরিবর্তে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। পুদিনার তেল সামান্য পানির সাথে মিশিয়েও স্প্রে করতে করতে পারেন।

হোয়াইট ভিনেগার

ঘর থেকে মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনেগার। মাকড়সা ভিনেগার অনেক বেশী কার্যকরী। ভিনেগারের সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে মাকড়সার জালে স্প্রে করে দিন। মাকড়সা আসবে না আপনার বাড়ির ত্রিসীমানায়।

লেবু

লেবুর ভিটামিন সি মাকড়সা তাড়াতে খুব কার্যকরী ভূমিকা কাজ করে। ঘরের যে স্থানগুলোতে মাকড়সার আনাগোনা বেশি সেখানে লেবুর রস ঘষে দিন।

যেমন- বুক শেলফ, জানালায়, রান্না ঘরের তাকে বাথরুমের স্ল্যাভে। তাছাড়া কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হতে পারে এমন স্থানগুলোতে স্প্রে করতে পারেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন