শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েবসাইটে নয়, নেটওয়ার্ক সমস্যা হয়েছিল : ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাবি, ওয়েবসাইটের কোনো জটিলতা নয়, নেটওয়ার্ক সমস্যার কারণে বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েছেন। আজ রবিবার (০৪ অক্টোবর) সকাল থেকেই ডিএসইর ওয়েবসাইট জটিলতা দেখা দেয়। ওয়েবসাইটে একাধিকবার প্রবেশ করার চেষ্টা করা হলেও বার বার ব্যর্থ হন বিনিয়োগকারীরা।

অভিযোগ প্রেক্ষিতে ডিএসইর একাধিক কর্মকর্তা জানান, ডিএসইর আইটি বিভাগের ওয়েবসাইটে কোন সমস্যা নেই। আমরা মতিঝিল অফিস থেকে দেখেছি ডিএসইর সার্ভারে কোনো ত্রুটি নেই।

ডিএসইর কর্মকর্তারা বলেন, ব্রোকার হাউসগুলো থেকে বিডিআইএক্স (বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ) এবং আইএইচপি নেটওয়ার্কে মাধ্যমে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করা হয়। সেই আইএইচপি নেটওয়ার্ক সংযোগে সমস্যা হয়েছে।

তদন্ত সংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছে, কমিটি সম্প্রতি ডিএসইর ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমে যেসব সমস্যা দেখা দিয়েছে তার কারণ, বাজারে তার প্রভাব, এই সমস্যার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে করণীয় সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরবে।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  লেনদেনে শীর্ষে বেক্সিমকো ফার্মা

সংবাদটি শেয়ার করুন