পূর্ব এশিয়ার দেশগুলোতে এ বছর দারিদ্র্যের হার সবচেয়ে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এই দারিদ্র্যের হার ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল পূর্ব এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩ কোটি ৮০ লাখ মানুষ দারিদ্র্যের মুখে পড়বে। গেলো দুই দশকের মধ্যে এই অঞ্চলের এমন ভয়াবহ অবস্থা এবারই প্রথম।
দৈনিক মাথাপিছু আয় ৫ দশমিক পাঁচ শূন্য ডলার হলেই এ আয় দারিদ্রসীমার নিচে ধরে বিশ্বব্যাংক। পূর্ব এশিয়ার মধ্যে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি আর সামোয়ায় দারিদ্র্যের হার বাড়বে। এ অঞ্চলের প্রবৃদ্ধি চলতি বছর মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ হতে পারে, যা ১৯৬৭ সালের পর সর্বনিম্ন।
এদিকে, বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ৩১ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত রেকর্ডহারে কমেছে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি। যা ১৯৪৭ সালের পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। করোনা মহামারীর কারণে প্রতি প্রান্তিকেই কমছে দেশটির প্রবৃদ্ধি।
আনন্দবাজার/ডব্লিউ এস