ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুরছানা’ : বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুরছানা’ বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে নির্বাচনের আগে প্রথম বিতর্ক অনুষ্ঠানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ৯০ মিনিটের এই বিতর্কের শুরু থেকেই ট্রাম্প ও বাইডেনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরো অনুষ্ঠানজুড়ে দেখা গেছে আক্রমণাত্মক ভূমিকায়। গঠনমূলক বিতর্কের চেয়ে ব্যক্তিগত আক্রমণই বেশি করেছেন তিনি।

বিতর্কের এক পর্যায়ে ট্রাম্পকে ভাঁড় ও বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করেন জো বাইডেন। এ সময় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন তিনি।

তবে ট্রাম্পও কম যাননি। তিনি জানান, বাইডেনের মধ্যে কোনো বিশেষ কিছু নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন