চীনা আমদানিকারকরা সয়াবিন আমদানিতে ব্রাজিলের প্রতি বেশি ঝুঁকছেন। এ ধারাবাহিকতায় চীনের বাজারে কৃষিপণ্যটি আমদানিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে ব্রাজিল। গত আগস্টে চীন ব্রাজিলীয় সয়াবিন আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বাড়িয়েছে।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। চলতি বছরের আগস্টে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সর্বমোট ৯৬ লাখ টন সয়াবিন আমদানি করেছেন বলে দেশটির রাজস্ব বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ব্রাজিল থেকে চীনের বাজারে আমদানি হয়েছে ৮১ লাখ ৫০ হাজার টন সয়াবিন।
গত বছরের একই সময়ে ব্রাজিল থেকে চীনে মোট সয়াবিন আমদানি হয়েছিল ৬৬ লাখ ৮০ হাজার টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্রাজিল থেকে চীনের বাজারে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ১৪ লাখ ৭০ হাজার টন।
চীনের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ব্রাজিল থেকে দেশটিতে মোট ৮১ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি হয়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্রাজিল থেকে চীনের বাজারে কৃষিপণ্যটির আমদানি কমেছে ৩০ হাজার টন।
আনন্দবাজার/ইউএসএস