আমেরিকার টেক্সাসের উপকূলীয় কাউন্টিতে সরবরাহ করা জলে মগজখেকো ভয়ংকর অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। গত রবিবারই সেখানকার গভর্নর গ্রেগ অ্যাবট এটাকে ‘বিপর্যয়’ ঘোষণা করে দিয়েছেন। তবে তিনি নড়েচড়ে বসার আগেই ভয়ংকর এই অ্যামিবার শিকার হয়ে মৃত্যু হয়েছে ছয় বছরের এক শিশুর।
মৃত শিশুটির মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি জানতেও পারেননি তার একরত্তি ছেলের মস্তিষ্কের সংক্রমণের আসল কারণ মগজখেকো অ্যামিবা।
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, এই এক-কোষী অ্যামিবা উষ্ণ জলে জন্মায়। মাটিতেও থাকে। নাকের মধ্য দিয়ে মানুষের শরীরে একবার ঢুকলে, সোজা মস্তিষ্কে পৌঁছে যায়। এর সংক্রমণ যদিও খুব কম শোনা যায়। কিন্তু, একবার হলে প্রাণসংশয় দেখা দিতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, মগজখেকো অ্যামিবার সংক্রমণ বিরল। তবে মৃত্যুহার ৯৭ শতাংশ। ১৯৬২ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ১৪৫ জন এই মগজখেকো অ্যামিবায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মাত্র ৪ জনকে বাঁচানো সম্ভব হয়েছিল।
মগজখেকো এই অ্যামিবায় আক্রান্ত হলে জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। এবং ঘাড় শক্ত হয়ে যায়। এমনকি এক সপ্তাহের মধ্যে আক্রান্ত ব্যক্তি মারা যায়।
আনন্দবাজার/টি এস পি