উত্তরাধিকার সূত্রে কয়েক কোটি ডলার থেকে বঞ্চিত করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক রাজ্য আদালতে প্রতারণা মামলা করেছেন তার ভাতিঝি ম্যারি ট্রাম্প। এছাড়াও ট্রাম্পের বোন ম্যারিয়েন ট্রাম্প বেরি ও ভাই রবার্ট ট্রাম্পকে আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ব্যাপক জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে বৃহস্পতিবার মামলা করেন ম্যারি। অভিযোগে বলা হয়েছে, ১৯৯৯ সালে ম্যারির দাদা ফ্রেডের ট্রাম্প মারা যান, এরপর রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহার করেন ট্রাম্প ও তার সহোদররা।
ম্যারি ট্রাম্পের আইনজীবী বলেন, ট্রাম্প ও তার সহোদররা সম্পত্তির মূল্য নিয়ে ম্যারি ট্রাম্পের সঙ্গে বারবার মিথ্যে বলেছেন। পরবর্তীতে বিভিন্ন ন্যায্য উত্তরাধিকারী পাওনা থেকে ম্যারিকে বঞ্চিত করেছেন।
এদিকে এই বিষয়ে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও তার পরিবারের অন্য সদস্যদের আইনজীবীরা কোনো মন্তব্য করা থেকে বিরত আছেন।
আনন্দবাজার/এম.কে