ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিনের জরুরি অনুমোদনে কঠোর নির্দেশনা দিবে এফডিএ

করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য শিগগিরই কঠোর নির্দেশিকা জারির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের সঙ্গে বিরোধিতা করে চলেছেন। এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী মাসে যত দ্রুত সম্ভব একটি ভ্যাকসিন পাওয়া যাবে।

খসড়াটির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন জানিয়েছেন, নির্দেশিকাটি হোয়াইট হাউজের অনুমোদন পেলে এ সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে পারে। ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটাগুলোর জন্য এটি আরও সুনির্দিষ্ট মানদণ্ড তৈরি করবে। পাশাপাশি যেকোনো ভ্যাকসিন এফডিএর অনুমোদনের আগে স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ডেটাগুলো পর্যালোচনা করার প্রয়োজন হবে।

আসন্ন মার্কিন নির্বাচনের ছয় সপ্তাহ আগেও দেশটির বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, শিগগিরই একটি ভ্যাকসিনের মাধ্যমে মহামারী সমস্যা সমাধান করা হবে। তপবে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কার্যকর হিসেবে প্রমাণিত হয়নি। ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছেন তার নিজস্ব বৈজ্ঞানিক বিশেষজ্ঞরাও। তারা বলছেন, বেশির ভাগ আমেরিকানের জন্য একটি ভ্যাকসিন সহজলভ্য হতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে।

এফডিএর ছোট একটি বৈজ্ঞানিক দলের তৈরি করা খসড়া নির্দেশিকাটিতে বলা হয়, জরুরি অনুমোদনের জন্য বিবেচনার আগে ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়ালের চূড়ান্ত ডোজ পাওয়ার পর অংশগ্রহণকারীদের অন্তত দুই মাস পর্যবেক্ষণ করতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন