সম্প্রতি ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বেশ কয়েকদিন ভারত সিমান্তে আটকা থাকায় অধিকাংশ পেঁয়াজই পচে গেছে।ফলে প্রতিদিনই ওইসব পচা পেঁয়াজ রাস্তার পাশে ফেলা হচ্ছে। যা হতদরিদ্ররা বেছে নিচ্ছেন নিজেদের প্রয়োজন মেটাতে।
এদিকে, সংরক্ষণ খরচ দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের মূল্য কেজি প্রতি ১০-২০ টাকা বাড়লেও ক্রেতা না থাকায় বিক্রি করতে পারছেন না বলে জানিয়েছেন পেঁয়াজের আড়তদাররা।
অন্যদিকে, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজের কোটি কোটি টাকার এলসি আটকে পড়ায় চরম ব্যাকুলতায় দিন কাটাচ্ছেন আমদানিকারকরা। তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর কোন আলোচনা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। তবে ওপারে এখনও দেড় শতাধিক ভারতীয় পেঁয়াজ রফতানির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে বলে ভোমরা সিএন্ডএফ সূত্রে জানা গেছে।
আনন্দবাজার/এইচ এস কে