ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাইক্রোসফটকে প্রত্যাখ্যান করলো টিকটক

টিকটকের মার্কিন অংশ কেনার যে প্রস্তাব দিয়েছিল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, তা প্রত্যাখ্যান করেছে বাইটড্যান্স। অ্যাপটি বিক্রির জন্য ওরাকল করপোরেশনকে বেছে নিয়েছে টিকটকের মালিকানাধীন চীনা এই কোম্পানিটি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ

এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, টিকটক বিক্রি না করলে তা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ও বেঁধে দেন তিনি। ট্রাম্প প্রশাসন জানায়, ২০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন প্রতিষ্ঠানের কাছে টিকটক বিক্রি না হলে এটি নিষিদ্ধ করা হবে। টিকটকসহ অন্য চীনা অ্যাপ্লিকেশনগুলো দেশটির জাতীয় সুরক্ষার জন্য হুমকিস্বরূপ।

এরই পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট ও ওরাকল টিকটক কেনার প্রস্তাব দেয়। গতকাল রবিবার মাইক্রোসফট জানায়, টিকটকের মার্কিন ব্যবসা কেনার জন্য তারা যে প্রস্তাব দিয়েছিল, তা ফিরিয়ে দিয়েছে বাইটড্যান্স।

আজ সোমবার ওয়ালস্ট্রিট জার্নাল ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, টিকটক কেনার এই প্রতিযোগিতায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাইটড্যান্স। মার্কিন ব্যবসা বিক্রির জন্য যুক্তরাষ্ট্র ও চীন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে প্রতিষ্ঠানটি।

দুই হাজার থেকে তিন হাজার কোটি ডলার পর্যন্ত উঠতে পারে টিকটকের দাম। এদিকে মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে চীন সরকার বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। চীন তাদের প্রযুক্তি রফতানি তালিকা হালনাগাদ করেছে, যাতে টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি রফতানি করতে অনুমতি নিতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন