ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলম্বিয়ায় পাম অয়েলের উৎপাদন ১০% বাড়ানোর পরিকল্পনা

গত বছর নানামুখী সংকটের ভেতর দিয়ে গেছে কলম্বিয়ার পাম অয়েল উৎপাদন খাত। ওই সময় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় ৬ শতাংশ কমেছিল। কিন্তু এ বছরে পাম অয়েলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে কলম্বিয়া। এর অংশ হিসেবে চলতি বছর দেশটিতে পাম অয়েলের উৎপাদন আগের বছরের তুলনায় ১০ শতাংশ বাড়তে পারে।

মূলত আবাদ বৃদ্ধির জের ধরে এ বছর দেশটিতে পাম অয়েলের উৎপাদনে প্রবৃদ্ধি দেখা যেতে পারে। কলম্বিয়ার ন্যাশনাল ফেডারেশন অব অয়েল পাম গ্রোয়ার্সের প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর কলম্বিয়া বিশ্বের চতুর্থ শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ। কলম্বিয়ায় উৎপাদিত পাম অয়েল খাদ্যপণ্য, কসমেটিকস ও জৈব জ্বালানি উৎপাদনের ব্যবহার হয়।

দেশটির ন্যাশনাল ফেডারেশন অব অয়েল পাম গ্রোয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে কলম্বিয়ায় সব মিলিয়ে ১৬ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন