ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে আমনের ক্ষেতে সবুজের সমারোহ

সম্প্রতি বিরামপুর উপজেলায় বন্যার প্রভাবমুক্ত আমনের ক্ষেত সবুজে ভরে উঠেছে। সুশোভিত এই আমনের ক্ষেত দেখে মনে হবে এ যেন আবহমান বাংলার উদ্ভাসিত এক রূপ।

এই ব্যাপারে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল বলেন, বিরামপুর উপজেলার পৌর এলাকা এবং ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু ধানের অধিক মূল্য পাওয়ায় কৃষকরা অন্যান্য ফসলের চেয়ে ধান চাষে অনেক আগ্রহী হয়ে উঠেছে। ফলে বন্যার প্রভাব মুক্ত অনুকূল আবহাওয়ায় বিরামপুর উপজেলায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চারা রোপন করা হয়েছে। কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে গুটি সর্না, সর্না-৫, ব্রি-৩৪,৫১,৭১,৭৫, হাইব্রিড ও বিনা-১৭.২০ জাত।

তিনি আরও জানান, ইতিমধ্যে ৯৫ ভাগ ধান রোপন সম্পন্ন হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সব রোপন সম্পন্ন হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন