ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর প্রধান সূচক ছাড়াল ৫০০০ পয়েন্ট

পাঁচ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। এর মাধ্যমে এক বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে সূচকটি। এর মধ্যে দিয়ে আগস্টে বিশ্বের মধ্যে পারফমেন্সের দিকে থেকে বাংলাদেশের শেয়ারবাজার শীর্ষ স্থান দখল করে নেয়।

বাংলাদেশি প্রতিষ্ঠান ব্যাংক ইপিএলের প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে। এই তথ্য ওঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনেও। দুই প্রতিবেদনের তথ্যেই দেখা গেছে, আগস্টে দেশের শেয়ারবাজারে ১৫ দশমিক ৮০ শতাংশ উত্থান হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের শেয়ারবাজারে উত্থান হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ। ৭ দশমিক ৪০ শতাংশ উত্থানের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রোমানিয়া।

এতে বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে উঠে এসেছে পাঁচ হাজার ১১ পয়েন্টে। এর ফলে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বরের পর এই সূচকটি পাঁচ হাজার পয়েন্ট স্পর্শ করল। গত বছরের ৫ সেপ্টেম্বরের পর সূচকটি সর্বোচ্চ উঠেছে। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সূচকটি পাঁচ হাজার ১৩ পয়েন্টে ছিল।

এছাড়া প্রধান মূল্য সূচকের সঙ্গে বেড়েছে ডিএসইর অপর দুই সূচকও। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট বেড়ে হয়েছে এক হাজার ১৫৮ পয়েন্ট।

দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ১৯০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

বাজারে লেনদেন হয়েছে এক হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৩ কোটি ৭৩ লাখ টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১০০ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন