ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ানো হলো ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেনের সীমা

বাড়ানো হলো ইন্টারনেট ব্যাংকিংয়ের তহবিল স্থানান্তরের (আইবিএফটি) সীমা। কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় এই সীমা বাড়ানো হয়।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে এ তথ্য জানানো হয়েছে।

ব্যক্তি গ্রাহকের দৈনিক লেনদেনের সীমা বাড়ানো হয়েছে আড়াই গুণ এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকের ক্ষেত্রে বাড়ানো হয়েছে পাঁচ গুণ পর্যন্ত। ব্যক্তির একক লেনদেনের সীমা দ্বিগুণ এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকের ক্ষেত্রে চার গুণ বাড়ানো হয়েছে। এছাড়া উভয়ের ক্ষেত্রে দৈনিক লেনদেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সার্কুলার অনুযায়ী, এখন থেকে এনপিএসবির মাধ্যমে ব্যক্তি গ্রাহকদের আন্ত ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং তহবিল স্থানান্তর দৈনিক লেনেদেনের সর্বোচ্চ সীমা হবে পাঁচ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক গ্রাহকের ক্ষেত্রে এই সীমা ১০ লাখ টাকা। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা ব্যক্তি গ্রাহকের ক্ষেত্রে হবে এক লাখ টাকা। আর প্রাতিষ্ঠানিক গ্রাহকের ক্ষেত্রে প্রতিবার লেনদেনের এই সীমা দুই লাখ টাকা। ব্যক্তি গ্রাহকরা দৈনিক মোট ১০ বার এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকরা ২০ বার লেনদেন করার সুযোগ পাবেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন