ডিএসইতে রবিবার ব্লক মার্কেটে মোট ২১টি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ লাখ ৮৪ হাজার ৬২০টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ১২ লাখ টাকা।
ডিএসই সূত্র অনুসারে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অপরদিকে ২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে ফাইন ফুডস।
আর ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম ।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, বারাকা পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটার্স, এম.এল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ডিবিএইচ, জিকিউ বলপেন, ইসলামী ব্যাংক, কে অ্যান্ড কিউ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সী পার্ল, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি