ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কারণ ছাড়াই বাড়ছে মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম

এক সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বৃদ্ধি পেয়েছে ১২ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এ কারণে শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পিছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- মিরাকেলের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ২ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ আগস্ট মিরাকেলের প্রতিটি শেয়ার দাম ছিল ১৯ টাকা। যা টানা বেড়ে ২ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩১ টাকায়। এর প্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন