বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চালু হলো পাঠাও-উবারের মোটরসাইকেল রাইড শেয়ারিং

মহামারি করোনার কারণে দীর্ঘ বিরতির পর স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রথম পর্যায়ে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত এক হাজার ১৫৬টি মোটরসাইকেলকে এই অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা, অর্থাৎ ঢাকা মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো,মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে। পূর্বে এই সেবার আওতায় থাকলেও চট্টগ্রামসহ আরো কয়েকটি শহরে এখনো অনুমতি দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রাইড শেয়ারিং সেবাদানকারী সব কম্পানিকে পাঠিয়েছেন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লা।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  জাহাজ নির্মাণ শিল্প বাঁচাতে সহায়তা চেয়ে চিঠি

সংবাদটি শেয়ার করুন