আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ভোটারদের দুইবার ভোট দেওয়া উচিত বলে মনে করেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তাদের ভোট গণনা করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তাদের একবার সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে আরেকবার মেইলের মাধ্যমে ভোট দেওয়া উচিত।
গতকাল বুধবার মেইলের মাধ্যমে ভোট প্রদান কতটা নিরাপদ এমন প্রশ্নের জবাবে একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, মেইলের মাধ্যমে তাদের ভোটটি পাঠাতে দিন এবং ভোটকেন্দ্রে গিয়েও তাদের ভোট দিতে দিন।
তবে নির্বাচনে দুইবার ভোটদানের চেষ্টা আইনত দন্ডনীয় অপরাধ। এর আগেও ট্রাম্প বলেছেন দেশটির মেইল ভোটিং পদ্ধতিতে বড় ধরনের জালিয়াতির হওয়ার সম্ভাবনা আছে। এই পদ্ধতির মাধ্যমে ডেমোক্র্যাটরা ভোট চুরির পাঁয়তারা করছে বলে দাবি করেছিলেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনে জালিয়াতি নেই বললেই চলে।
ট্রাম্পের এমন মন্তব্যে উদ্বিগ্ন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ট্রাম্প দেশের নাগরিককে আইন লঙ্ঘন করতে অনুপ্রাণিত করছেন। তাই দেশের নাগরিককে ট্রাম্পের কথায় কান না দেওয়ার জন্য আনুরোধ জানিয়েছেন তারা।
আনন্দবাজার/টি এস পি