চাল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ভিয়েতনামের অবস্থান পঞ্চম। তবে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ ভিয়েতনাম। এ কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির মূল্য নির্ধারণে দেশটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।
তবে রপ্তানির পরিমাণ কমলেও চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে চাল রফতানি বাবদ ভিয়েতনামিজ রপ্তানিকারকদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিয়েতনামের সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৪৫ লাখ টন চাল রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কম।
চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৩৯ লাখ টন চাল রপ্তানি হয়েছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম।
মূলত আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণে রপ্তানি আগের তুলনায় কমলেও চাল রপ্তানি করে ভিয়েতনামিজ রপ্তানিকারকদের আয় বাড়তির দিকে রয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।
আনন্দবাজার/ইউএসএস