সীমান্ত দ্বন্দ্বের জেরে চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় করবে না।
চীনের সাথে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। আর এরই ভিত্তিতে চীনের কোনও কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল কিনছে না নয়াদিল্লি।
জানা গেছে, ভারতের জ্বালানি জ্বালানি তেল সংক্রান্ত কোনও টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেয়া হচ্ছে না। এছাড়াও তেল আমদানির জন্য চীনের কোনও তেল ট্যাংকারও ব্যবহার করছে না ভারত।
উল্লেখ্য, বিশ্বে জ্বালানি তেলের তৃতীয় সর্ববৃহৎ ক্রেতা ও আমদানিকারক দেশ ভারত। দেশটি তাদের চাহিদার প্রায় ৮৪ শতাংশ জ্বালানি তেল আমদানি করে থাকে।
আনন্দবাজার/এম.কে