ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত বৃষ্টিপাতে করাচিতে ২৩ জনের মৃত্যু হয়েছে

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে গতকাল (২৭ আগস্ট) রেকর্ড বৃষ্টিপাতের পর সেখানকার রাস্তা গুরুত্বপূর্ণ সব সড়ক ডুবে গেছে। ভারী বৃষ্টিপাতের ঘটনায় শহরটিতে অন্তত ২৩ জনের মৃত্যুও হয়েছে বলে জানিয়েছে  জিও টিভি। 

করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মেট্রোপলিটন এলাকায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে বাড়ির ছাদ ধসে দুজন, পানিতে ডুবে চারজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও মোটরসাইকেল জনিত দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

তবে বাকিদের মৃত্যু দেয়াল ধসের ঘটনায় হয়েছে বলে জানান পুলিশের এই অতিরিক্ত মহাপরিদর্শক।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান আবহাওয়াবিদ সর্দার সরফরাজ বলেন, করাচিতে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। তিনি বলেন, সিন্ধুর মৌসুমি আবহাওয়া এবং বেলুচিস্তানের পশ্চিমমুখী বাতাসের কারণে বৃহস্পতিবার করাচিতে এমন নজিরবিহীন বৃষ্টিপাত হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল সকাল থেকে পরবর্তী ১৫ ঘণ্টা পর্যন্ত ২৩০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এখানে আগে কখনও এত পরিমাণ বৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন