ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কের নতুন গ্যাসক্ষেত্র কমাবে আমদানি নির্ভরতা

তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে কৃষ্ণসাগরীয় অঞ্চলে। এ আবিষ্কার দেশটির প্রাকৃতিক গ্যাস খাতের আমদানিনির্ভরতা কমিয়ে আনবে বলে মন্তব্য করেছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেজ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত সপ্তাহে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, এতে প্রায় ১১ লাখ ৩০ হাজার কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ আছে। ২০২৩ সাল নাগাদ এখান থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে।

এ বিষয়ে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেন, এটা তুরস্কের জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বড় একটি অর্জন। ২০২৩ সাল নাগাদ কৃষ্ণসাগরীয় অঞ্চলের এ খনি থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হলে জ্বালানি পণ্যটির আমদানিনির্ভরতা কমিয়ে আনা সম্ভব হবে। প্রতি বছর প্রাকৃতিক গ্যাস আমদানি করতে গিয়ে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তার অনেকটাই সাশ্রয় করা সম্ভব হবে। তুরস্কের আমদানিকারকরা রাশিয়া, ইরান ও আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন