ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

গত বছরের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে অর্ধশত মানুষকে হত্যা করেছিলেন শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্টক। এই হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। দেশটির আইনে সর্বোচ্চ সাজা এটাই। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের আদালত রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বলেছে, ব্রেন্টন ট্যারেন্ট যা করেছেন, তা মানুষের কাজ নয়।

২০১৯ সালের ১৫ মার্চ উগ্রবাদী ব্রেন্টন ক্রাইস্টচার্চের লিনউড ও আল নূর মসজিদে হামলা চালান ব্রেনটন। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ৫১ জন। এবং আহত হয়েছিলেন ৪০ জন। ওই হামলার পুরো ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছিলেন তিনি, যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো। তার বিরুদ্ধে সব অভিযোগের দায় স্বীকার করেছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার নাগরিক ২৯ বছর বয়সী এই সাজাভোগের সময় প্যারোলে মুক্তি পাবেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কাউকে এ শাস্তি দেয়া হলো।

ক্রাইস্টচার্চের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন মান্ডার রায় ঘোষণার সময় বলেন, এরচেয়ে কম মেয়াদের সাজা যথেষ্ট হবে না। আপনার অপরাধ এতই জঘন্য যে, আমৃত্যু কারাগারে রাখলেও শাস্তি ও নিন্দার জানানো শেষ হবে না। এ ঘটনার জন্য ব্রেন্টনের ‘বিন্দুমাত্র অনুশোচনা নেই’ বলে মনে করেন বিচারক।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন