করোনার ধাক্কা সামলে স্বস্তি ফিরতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য। করোনাকালের পর এই প্রথম ব্যবসায়িক কার্যক্রমে বেশ চাঙাভাব এসেছে মার্কিনিদের। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের পরিসংখ্যানে এ বিষয়টি উঠে এসেছে।
গত শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির ব্যবসায়িক কার্যক্রম ২০১৯ সালের প্রথম দিকের স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের উৎপাদন কার্যক্রম গত ১৯ মাসের মধ্যে আগস্টে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গ্রাহক চাহিদা বাড়ায় সেবা খাতও ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
জুলাই মাসে বাড়ি বিক্রি বেড়েছে আগের মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ। বাড়ির গড় বিক্রয়মূল্যও যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি রয়েছে। আর এসব সংবাদে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এর ফলে বড় ধরনের উত্থান দিয়ে সপ্তাহ পার করেছে ওয়ালস্ট্রিট। গত শুক্রবার লেনদেনের শুরুতে কিছুটা নেতিবাচক থাকলেও বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা বেড়েছে এমন সংবাদে প্রথমে সূচক কমতে দেখা যায়।
গত বৃহস্পতিবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১১ লাখের বেশি মানুষ বেকার ভাতার আবেদন করেছেন, যা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি। এরপরই ব্যবসায়িক কার্যক্রমের ইতিবাচক পরিসংখ্যানের খবর বাজারে ছড়িয়ে পড়লে বাড়তে শুরু করে সূচক। শুক্রবার ডাওজোন্স সূচক ২০০ পয়েন্ট বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক সূচক বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।
এদিকে ওয়ালস্ট্রিটে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশ। এর মাত্র দুই দিন আগে শেয়ারের দর বেড়ে কোম্পানিটির বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। প্রথম মার্কিন কোম্পানি হিসেবে এই মাইলফলক ছুঁয়েছে অ্যাপল।
আনন্দবাজার/ডব্লিউ এস