ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৫ কোটি মশা ছাড়ছে ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৭৫ কোটি জিন বদলে দেয়া মশা ছাড়া হবে। এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছে, ডেঙ্গু ও জিকার মতো প্রাণঘাতী রোগ বহন করা মশার সংখ্যা কমাতেই এই ধরনের জেনেটিক্যালি মডিফায়েড মশা ছাড়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
জানা যায়, জিন বদলে দেয়া মশা নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর জোর প্রতিবাদ সত্ত্বেও এই পাইলট প্রকল্প সবুজ সংকেত পেল। এসব মশা পরিবেশের ক্ষতি ও অনিচ্ছাকৃত পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে পরিবেশবাদীদের একটি দল। তারা একে ‘জুরাসিক পার্ক এক্সপেরিমেন্ট’ নামে অ্যাখ্যা দিয়েছে।
জিন বদলে দেয়া এসব মশা বাস্তুসংস্থানের সম্ভাব্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা। এছাড়া এসব মশার কারণে হাইপ্রিড, কীটনাশক-প্রতিরোধী মশারও জন্ম হতে পারে।
প্রকল্পটির সঙ্গে সম্পৃক্ত যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি অক্সিটেক জানায়, জিন বদলে দেয়া মশার কারণে মানুষ বা পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবে না। এ নিয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় হওয়া বেশ কিছু গবেষণার দিকেও ইঙ্গিত করেছে তারা। ২০২১ সালে কোম্পানিটি ‘ফ্লোরিডা কীজ’ নামে পরিচিত দ্বীপগুলোতে এসব মশা ছাড়ার পরিকল্পনা করছে বলে জানা যায়।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন