বনলতা তোমার কথা মনে পড়ে,
কেমন আছ তুমি বনলতা?
প্রকৃতির অপরুপ রঙিন সাজে
নেই তুমি পাশে,
কেমন আছ তুমি বনলতা?
নীল আকাশের দিগন্তে,
তোমারি হাত ধরে হয়েছিলাম পথিক,
নেই তুমি পাশে,
কেমন আছ তুমি বনলতা?
অমাবস্যা রাতে তোমায় নিয়ে
রঙিন স্বপ্নে সাজি,
নেই তুমি পাশে
কেমন আছ তুমি বনলতা?
নদীর বহমান শ্রোতে
খুজে ফিরি তোমায়,
নেই তুমি পাশে
কেমন আছ তুমি বনলতা?
ভাবনার অসিম আকাশে
ছায়ার মতো রাখতে চেয়েছি তোমায়
নেই তুমি পাশে,
কেমন আছ তুমি বনলতা?
শিশির ভেজা ঘাসে
তোমারি স্নিগ্ধতা,
ধরণীর তরে
নেই তুমি পাশে
কেমন আছ তুমি বনলতা?