ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হুয়াওয়ের উপরে আবারও ট্রাম্প প্রশাসনের আঘাত!

বিশেষ নিবন্ধন ছাড়া মার্কিন সফটওয়্যার বা প্রযুক্তি ব্যবহার করে তৈরি কম্পিউটার চিপ বিক্রি করা যাবে না বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞা জারি করায় হুমকির মুখ পড়েছে হুয়াওয়ে।

এর আগে গত বছর প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। নানা ঝক্কিঝামেলা পেরিয়ে যখন নিজেদের গোছানোর কাজটা করছিল হুয়াওয়ে, ঠিক তখনই আরেকটি আঘাত হানল ট্রাম্প প্রশাসন। নিজেদের ফাইভজি টেলিযোগাযোগের জন্য বিদেশি সেমিকন্ডাক্টরের ওপর বহুলাংশে নির্ভরশীল প্রতিষ্ঠানটি।

গত মে মাসে যুক্তরাষ্ট্র ঘোষণা করে, তাইওয়ান সেমিকন্ডাক্টর উৎপাদন সংস্থার মতো নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে চিপ সরবরাহ করতে পারবে না।

এ বিষয়ে নিজেদের কোনো বক্তব্য না জানালেও এ মাসের শুরুতে হুয়াওয়ে জানিয়েছে, আগামী মাস থেকে ফ্ল্যাগশিপ কিরিন চিপসেট তৈরি বন্ধ করে দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ক্রমাগত সরবরাহকারীদের চাপের মুখে রাখায় এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন