শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের উদ্যোগ

সম্প্রতি নিষ্ক্রিয় মোবাইল অ্যাপ গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এসব ব্রোকারেজ হাউজে চিঠি পাঠিয়ে নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করতে বলেছে ডিএসই।  জানা গেছে, এক্সচেঞ্জটির পর্ষদের পরামর্শে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

ব্রোকারেজ হাইজের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ মার্চ মোবাইল অ্যাপ উদ্বোধনের পর থেকেই ট্রেকহোল্ডার কোম্পানির মাধ্যমে গ্রাহকদের বিনামূল্যে এটি ব্যবহারের সুযোগ দিয়ে আসছে ডিএসই। ডিএসই এবং ফ্লেক্রট্রেডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নিবন্ধিত গ্রাহক প্রতি ১ ডলার করে অর্থ পরিশোধ করার কথা ডিএসইর। তবে প্রাথমিক পর্যায়ে অ্যাপ ব্যবহারে উৎসাহিত করতে ফ্লেক্সট্রেডের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিবন্ধিত গ্রাহকের পরিবর্তে সক্রিয় গ্রাহকের বিবরীতে অর্থ পরিশোধ করেছে ডিএসই। কিন্তু ফ্লেক্সট্রেডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পক্ষে এ সুবিধা আর দেওয়া সম্ভব নয় এবং ইতোমধ্যে তারা নিবন্ধিত গ্রাহকদের সংখ্যা হিসাব করে বিল করা শুরু করেছে।

জানা গেছে এর আগেও ২০১৮ সালের ১৯ ডিসেম্বর মাসিক ভিত্তিতে মোবাইল অ্যাপের ফি আরোপের ব্যাপারে ডিএসইর পক্ষ থেকে সব ট্রেকহোল্ডারকে চিঠি পাঠানো হয়েছিল। এতে প্রতি মাসে ডিএসই ২৫ টাকা, ব্রোকার ২৫ টাকা এবং গ্রাহএকর ওপর ১৫০ টাকা করে ফি আরোপ করা হয়। আর কর এবং মূসক মিলিয়ে ফ্লেক্সট্রেডকে গ্রাহক প্রতি ১০০ টাকা দিতে হবে। অবশ্য পরবর্তীতে ডিএসইর পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক এবং ট্রেকহোল্ডারদের ওপর ফি আরোপের ব্যাপারটি স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ  অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১০ সেপ্টেম্বর

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিলের বোঝা কমাতেই ডিএসইর পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মোবাইল অ্যাপের নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের পরামর্শ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব ট্রেকহোল্ডারদের নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে বাতিলের জন্য চিঠি পাঠিয়েছে। নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিলের পর বাকি গ্রাহকদের ওপর ফি আরোপ করবে ডিএসই।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন