তড়িঘড়ি করে করোনা টিকা অনুমোদন করেছে রাশিয়া। এমনকি নেই টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত। সেজন্য এই টিকা নিতে অস্বস্তি বোধ করছেন দেশটির বেশিরভাগ চিকিৎসক। এই তথ্য উঠে এসেছে তিন হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞর ওপর চালানো এক জরিপে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে রাশিয়া তাদের করোনা টিকার উৎপাদন শুরু করেছে।
গতকাল শনিবার বিবিসি জানিয়েছে, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে টিকা উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উৎপাদন শুরু হওয়ায় দুই সপ্তাহের মধ্যে টিকা প্রয়োগ শুরু করা যাবে দাবি রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
রাশিয়া বলেছে, চলতি মাসের শেষ দিক থেকেই বিশ্বে করোনাভাইরাসের প্রথম টিকার প্রয়োগ শুরু হবে। স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রথমে চিকিৎসকদেরকে এই টিকা দেওয়া হবে। তবে এখনও টিকাটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়নি। তার আগেই দেশটি টিকার অনুমোদন দিয়ে এর নাম রেখেছে স্নায়ুযুদ্ধ যুগে মহাকাশ জয়ের সেই সোভিয়েত কৃত্রিম উপগ্রহ স্পুৎনিক এর নামে।
বিজ্ঞানীরা বলছেন, সত্যিকারের বিজ্ঞান এবং নিরাপত্তার দিকটির চেয়ে রাশিয়া খুব সম্ভবত জাতীয় মান-মর্যাদাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
আনন্দবাজার/টি এস পি