বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিসিসিআইর এর ওয়েবিনারে শিল্পভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের আহ্বান

দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) উদ্যোগে করোনা পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে ‘সার্ভাইভিং দ্য প্যানডেমিক’ ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্ব ‘এক্সিকিউটিভ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামস থ্রু ডিজিটাল প্লাটফর্ম: প্রিপেয়ার্ডনেস, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিল্পভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চিটাগং চেম্বার ও বিসিইর সময়োপযোগী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আরো কর্মসূচি গ্রহণের অনুরোধ করছি এবং এ অনুষ্ঠানকে বেসরকারি খাত, শিক্ষাবিদ এবং সরকারের মধ্যে একটি সমন্বয়ের উদাহরণ বলা যায়।

চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, আমরা আজকের ওয়েবিনার জুম কনফারেন্সের মাধ্যমে আয়োজন করেছি, যা সম্ভব হয়েছে এক দশক আগে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার অক্লান্ত পরিশ্রমের ফলে। তিনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের কথা বলেন। বিশেষ করে প্রথম সারির এবং মধ্যম সারির ব্যবস্থাপনা নির্বাহীদের প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মানোন্নয়ন জরুরি। কেননা তারা বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবে।

আইবিএর পরিচালক প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, আইবিএ অনলাইন এক্সিকিউটিভ এডুকেশন প্রদানের লক্ষ্যে প্রস্তুত রয়েছে এবং বর্তমানে বিভিন্ন খাত বিষয়ক কর্মসূচি চলমান রয়েছে। তিনি অন্যান্য খাতের ওপর শিক্ষাক্রম চালুর প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে চিটাগং চেম্বার এবং বিসিইর সঙ্গে যৌথভাবে চট্টগ্রাম অঞ্চলে মানসম্পন্ন এক্সিকিউটিভ এডুকেশন চালুর আগ্রহ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ব্রাজিলের কফি রফতানিতে বিলম্ব

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন