শুক্রবার বড় দরপতন হলেও সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ও রুপার দামে বড় উত্থান হয়েছে। এক্ষেত্রে অবশ্য স্বর্ণ থেকে কয়েকগুণ বেশি হারে বেড়েছে রুপার দাম। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম যেখানে বেড়েছে ৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সেখানে রুপার দাম বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ।
এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের হারেও স্বর্ণ থেকে এগিয়ে রয়েছে রুপা। শেষ কার্যদিবসে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ। রুপার দাম কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ।
চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ক্রমাগত বেড়েই চলেছে। তবে জুলাই মাসের মাঝামাঝি থেকে স্বর্ণের দাম বাড়ার পালে নতুন হাওয়া লাগে। স্বর্ণের দাম ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। এসময়ই প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো দুই হাজার ডলারে পৌঁছেছে।
স্বর্ণের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। জুলাই মাসের মাঝামাঝিতে এসে হঠাৎ করেই হু হু করে বাড়তে শুরু করেছে রুপার দাম। ২০১৩ সালের মার্চের পর রুপার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই সময়েই।
দফায় দফায় দাম বেড়ে চলতি সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৪ ডলারে উঠে। তবে শুক্রবার ৩৪ দশমিক ১০ ডলার কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৩৪ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এই দরপতনের পরও সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক শূন্য ৪ শতাংশ এবং মাসের ব্যবধানে ১২ দশমিক ৪৮ শতাংশ দাম বেড়েছে। এর মাধ্যমে চলতি বছরে প্রতি আউন্স সোনার দাম ৫০৬ দশমিক ৫৫ ডলার বা ৩৩ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
এদিকে বাড়তে বাড়তে প্রতি আউন্স রুপার দাম ২৮ দশমিক ২৬ ডলারে পৌঁছে গেছে। সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে চলতি বছর প্রতি আউন্স রূপার দাম বেড়েছে ১০ দশমিক ২৫ ডলার বা ৫৬ দশমিক ৮৮ শতাংশ।
আনন্দবাজার/ডব্লিউ এস