ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্ন নিয়ে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক সমাজ

রায়গঞ্জের কৃষকেরা আগামী সোনালী স্বপ্ন নিয়ে আমন ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে কৃষক আর্থিকভাবে বেশ উপকৃত হয়েছেন।

বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করে উপজেলার মাঠে মাঠে রোপন ও কিছু কিছু জমিতে সার দেওয়া হচ্ছে পুরো দিন। গত ইরি বোরো মৌসুমে কৃষকগণ ধানের সন্তোষজনক ফলন ও ভালো দাম পেয়ে নতুন উদ্দ্যেগে আমন ধান চাষ ও সার দেওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা।

করোনা মহামারি ও বন্যা শেষে খাদ্যে যাতে কোনো সংকট সৃষ্টি না হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় কৃষক আরও বেশী উদ্দ্যেমী হয়েছে। এ আহবানে সাড়া দিয়ে কৃষকদের অধিক জমিতে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

কৃষি বিভাগের পক্ষ থেকে গ্রামে গ্রামে উঠান বৈঠক, মাঠ দিবস, মাইকিং, লিফলেট বিতরন, কৃষক নোটিশ বোর্ড, কৃষক প্রশিক্ষণ ও মোবাইলে সেবাসহ বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করছেন।

উপজেলার লক্ষিকোলা গ্রামের কৃষক মোঃ আব্দুল করিম বলেন, বন্যার কারনে নিচু এলাকা কিছু অংশ তলিয়ে গেলেও কৃষক জমিতে কোনো রকম সমস্যা ছাড়াই আমন ধান চাষ নিয়ে এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমাদের কৃষকদের । আগামীতে আমন ধানের ভালো ফলন ও ধানের ন্যায্য মূল্য পাওয়ার আশায় জমিতে আমন ধান চাষ করছেন আমার মতো উপজেলার অনেক কৃষকগণ।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন,এ বছর ধানের ফলন ভালো হয়েছে এবং মূল্যও অনেক বেশী তাই মনে স্বপ্ন নিয়ে ধান রোপনে ব্যাস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষক সমাজ।

আনন্দবাজার/শাহী/আবির

সংবাদটি শেয়ার করুন