ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অতীতের রেকর্ড ভাঙবে সোনার দাম

আগামী ২ বছরে সোনার দাম আউন্স প্রতি সাড়ে ৩ হাজার ডলার হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। চলতি সপ্তাহে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছনো মূলয় শীঘ্রই অতীতের রেকর্ড ভাঙবে বলেও জানিয়েছেন তারা।

বিশ্লেষকরা জানান, চলতি সপ্তাহেই বিনিয়োগের নিরাপদ এ মাধ্যমের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খুব তাড়াতাড়িই তা অতীতের সব রেকর্ড ভাঙ্গবে। বিশ্ববাজারে গত সোমবার প্রতি আউন্স সোনার দাম ছিলো ১ হাজার ৯৪০ ডলার। যা মঙ্গলবার বেড়ে হয় ১ হাজার ৯৫৪ ডলার।

এদিকে আজ বুধবারে এখন পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি ১ হাজার ৯৪৮ ডলার।

সোনার কেনার দিক দিয়ে সবসময়ই এগিয়ে এশিয়া এবং মধ্যপ্রাচ্য। তবে এবার করোনা পরিস্থিতিতে পশ্চিমারা বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সোনার বিনিয়োগ করেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন