সামরিক শক্তি বৃদ্ধি করতে মুখিয়ে উঠেছে ইরান। এবার দেশটি তৈরি করবে শক্তিশালী যুদ্ধবিমান। ইতোমধ্যে ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স শক্তিশালী যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে বলে জানান দেশটির বিমান বাহিনীর ডেপুটি কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি।
তিনি বলেন, কাওসার যুদ্ধবিমান তৈরির সফলতাকে পুঁজি করে আমরা এবার শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পথে হাঁটাছি। দেশের বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের ক্ষমতা বৃদ্ধির লক্ষে এই দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালের নভেম্বরে কাওসার যুদ্ধবিমান তৈরি শুরু করেছিল ইরান। কাওসার যুদ্ধবিমানটি সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করে দেশটি। যুদ্ধবিমানটি তৈরির প্রথম প্রেজেন্টেশনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এম.কে