বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের মাঝে মদ্যপানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে নিজ বিপদ ডেকে আনছেন অনেকেই। চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক অবসাদ কমাতে অতিরিক্ত মদ্যপানে উপকার নয় বরং করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। কারণ অতিরিক্ত মদ্যপানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় করোনা সংক্রমণ অতি দ্রুত ঘটাতে পারে।
মনোচিকিৎসক শিলাদিত্য মুখোপাধ্যায় বলেন, অল্প দু-এক পেগ খেলে শরীরে ভাললাগার হরমোন ডোপামিনের ক্ষরণ বেড়ে মনে একটু ফুরফুরে ভাব সৃষ্টি হয়। কিন্ত সঠিক উপায়ে চাপ না সামলে যদি মদকে সঙ্গী করে কিছু ভুলতে চান তাহলে দিনে দিনে তার মাত্রা বাড়তে থাকবে। বাড়বে মানসিক চাপ ও অন্যান্য অসুখ।
মদের প্রভাব:
১. অতিরিক্ত মদ্যপান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ফুসফুসে সংক্রমণ তথা নিউমোনিয়ার আশঙ্কা বাড়ে। ফলে করোনা সংক্রমণ অতি দ্রুত ঘটাতে পারে।
২. বেশি মদ খেলে মনের প্রতিরোধ ভেঙে পরে। ফলে তারা এমন অনেক বিপজ্জনক কাজ করেন, যা স্বাভাবিক অবস্থায় করার কথা না। করোনা সংক্রান্ত নিয়ম না মানাও এর মধ্যে একটি।
৩. সংক্রমণের ভয় ও একাকীত্বের সঙ্গে অতিরিক্ত মদ্যপান যোগ হলে গার্হস্থ্য হিংসার প্রকোপ বাড়ে। বাড়ে মানসিক চাপ। সব মিলে বাড়ে করোনার আশঙ্কা
৪. যত বেশি মদ এবং তার অনুষঙ্গে এটা সেটা খাওয়া, তত ওজন বাড়া, হাই প্রেশার-সুগার-কোলেস্টেরল বা হৃদরোগ থাকলে তার প্রকোপ বেড়ে যায়। এর প্রত্যেকটাই কোভিডের রিস্ক ফ্যাক্টর।
৫.মদ্যপানের সঙ্গে যদি ধূমপান যোগ হয় তাহলে বিপদ আরও বাড়ে।
আনন্দবাজার/এম.কে