ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেনও

মঙ্গলবার শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় লেনদেনও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধি পেলেও লেনদেন কমেছে।

শেয়ারবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭২ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৩১টির, দর কমেছে ৩৭টির এবং দর অপরিবর্তীত আছে ১৭৯টির।

মঙ্গলবার ডিএসইতে ২৫২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ৪১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৪০ কোটি ৪৭ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬২০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। তার মধ্যে ৭৩টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৩১টির। আর ৯৯টির দর অপরিবর্তিত আছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন