ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলম

মো: আশিকুর রহমান

আমি অগ্নিবীণার অগ্নি নই ,
নই কোনো বিষের বাশি-
আমি কলম, আমি অস্ত্র
আমি কুলহারা মানুষের হাতিয়ার!
আমি সুখী জীবনের প্রসার।
আমি ছোট তবু দামি ,
আমি খুদ্র তবু প্রিয় !
আমার নেই ভই , নেই সংশয়
আমার গড়বো আমি সত্য বলি –
আমার কষ্ট আমি মিথ্যাবাদী!
আমার বেদনা আমি অসহায়!
তবু আমিই কলম , আমি অস্ত্র
আমি বিদ্রোহীদের হাতিয়ার।
আমি কালো, আমি নীল ,
আমি বেগুনি , আমি আসমানী
তবু আমার বর্ন এক , ধর্ম এক
আমি কলম , আমি অগ্নি
আমি জ্ঞান পিপাসিদের হাতিয়ার।
আমি একা , আমি তুচ্ছ
আমি শান্ত , আমি ভংগুর
তবু আমি তীর , আমি যোদ্ধা
আমিই কলম , আমি অগ্নি
আমি ছাত্রসমাজের হাতিয়ার।

সংবাদটি শেয়ার করুন