সম্প্রতি মহামারি করোনাভাইরাস সম্পর্কিত অন্তত ২৯ হাজার ভিডিও ডিলিট করেছে টিকটক।
টিকটক জানিয়েছে, তারা এসব ভিডিওর বিরুদ্ধে চলতি বছরে ইউরোপে আইন ও নীতিমালা ভঙ্গের গুরুত্বর অভিযোগ পেয়েছিল।
ছোট ভিডিওর প্ল্যাটফর্মটি জানিয়েছে, এসব ভিডিও ভুল তথ্য ছড়িয়ে অন্যদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার কাজ করছিল।
টিকটক আরও জানায়, সরিয়ে ফেলা ভিডিওর বেশিরভাগই ছিল খুব নিম্নমানের। এমনকি এখানে অন্তত তিন হাজার ভিডিও যা মেডিকেল বিশেষজ্ঞ দিয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু আসলেও তা ছিল না।
গত ৯ জুলাই প্রকাশিত এক ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী প্লাটফর্মটি থেকে জুলাই ২০১৯ থেকে সে বছরের ডিসেম্বর পর্যন্ত ৪৯ মিলিয়ন ভিডিও সরিয়েছে। যেখানে ভিডিওর বেশিরভাগই ছিল যৌনতা ও নগ্নতা নিয়ে।
তবে টিকটক জানিয়েছে, আসলে প্রকৃত কত ভিডিও করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য ছড়াচ্ছে তার সঠিক হিসাব বের করা বর্তমানে খুব কঠিন হয়ে পড়েছে।
তাছাড়া যেসব ভিডিওতে করোনাভাইরাস সম্পর্কিত ব্যানার, হ্যাশট্যাগসহ নানা ধরনের কথা বা শব্দ ব্যবহার করা হচ্ছে সেসব ভিডিও দেখছে এবং সরাচ্ছে টিকটক।
উল্লেখ্য, টিকটক ইউরোপে চলতি বছরে সাত মিলিয়ন ভিডিও সরিয়েছে। যেখানে সাত লাখ ভিডিওর ক্রিয়েটর যুক্তরাজ্যের।
আনন্দবাজার/শাহী