কবি মাইদুল ইসলাম
কতো দিন গেলো বয়ে…!
তোর নেশায় মোর হিয়া অভিষ্ট।
চঞ্চল বন্ধনের অতীতে অধীর অকৃষ্ট।
রোজ সকালে কতোই না দিন দিছিনু পাড়ি!
রোজ দুপুরে কতোই না নিছিনু আশ্রয়!
রোজ বিকেলে কতোই না দিছিনু আড্ডা!
অশান্ত ভাবনাগুলোরে তোর ছোঁয়ায় কতোই না করছিনু ঠান্ডা।
তুলেছিনু বন্ধুদের সঙ্গে হাসির ঢেউ, চায়ের কাপে।
সন্ধ্যার আসরে একসুরে কতোই না গেয়েছিনু গান,
হারমনি, তবলা,
একতারার মাপে।
কেউ হয় তো কাটিয়েছিলো সময়,
অসীমের অসীমকে বন্ধনের হেতুতে।
কেউ বা আঁকিয়েছিলো নব নব দিনে নব আলপনা।
কেউ বা দিয়েছিলো পূষ্পারতি।
হয় তো কেউ ফের চায় নিতে
তোর ধুলো,
তোর রোদ,
তোর হাওয়ার উচ্ছ্বাস।
ফের একদিন হবে, সবারই বিশ্বাস।