ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ভূমিকম্পে কাঁপল চীনের সেই মৃত্যুপুরী

সম্প্রতি আবারও ভুমিকম্প কেঁপেছে চীনের উত্তরাঞ্চলের মৃত্যুপুরী শহর তাংশান। তবে এবারের ভূমিকম্পটি মাঝারি মাত্রার এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 এবারের ভূমিকম্পটি ১৯৭৬ সালের ভূমিকম্পের স্মৃতি নাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তাংশানে ঘটা সেই ভূমিকম্পটি ছিল আধুনিক সময়ে ভয়াবহ ভূমিকম্প।

জানা গেছে, তাংশান ছিল চীনের তখনকার কয়লা খনির শহর এবং তখন সেখানে অধিবাসী ছিল প্রায় ১০ লাখ। ১৯৭৬ সালের ২৮ জুলাই প্রথমে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয় এবং প্রায় ১৫ ঘণ্টা পর আবার ঘটে ৭.১ মাত্রার ভূমিকম্প। চীনের দাবি, পর পর দুই ভূমিকম্পে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের মারা গিয়েছিল।

আজ রবিবারের ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার এবং রিক্টার স্কেলে ৪.৭। তবে চীনের ভুমিকম্প সম্পর্কিত কর্তৃপক্ষের রেকর্ডে এর মাত্রা ৫.১; এপিসেন্টার ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়েছে।

এই ব্যাপারে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রণ সংবাদমাধ্যম সিনহুয়ায় বলা হয়, এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। অবশ্য ভূমিকম্প ঘটে যাওয়া এলাকায় ট্রেনগুলোর সূচি ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। সেই সাথে রেল লাইনের কোনো ক্ষতি হয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন