ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার বিমান হামলা চালিয়ে হত্যা করে রাখাইনে বৌদ্ধদের

মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির পশ্চিম রাখাইন এবং চিন প্রদেশে বিমান হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করে। চলতি বছরের মার্চ এবং এপ্রিলে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, রাখাইন এবং চীনে ওই হামলার ঘটনায় মিয়ানমারের বিপক্ষে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি করোনা পরিস্থিতির মধ্যে বৌদ্ধ ধর্মালম্বী রাখাইন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দমন করতে নিরীহ গ্রামবাসীদের ওপর এই হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী, যারা তাতমাদাও হিসেবেও পরিচিত।

সেখানে যুদ্ধপরাধের তদন্তের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি।

গেল মার্চ এবং এপ্রিলের ওই হামলার নতুন কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করে অ্যামনেস্টি। এক প্রতিবেদনে তারা জানায়, চীন প্রদেশের বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালায়, যাতে ১২ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়।

বৌদ্ধ ধর্মালম্বী রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এবং তাতমাদাওর মধ্যে সংঘর্ষে হামলার শিকার হয় বেসামরিক লোক। রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য মিয়ানমার বাহিনীর বিপক্ষে লড়ছে আরাকান আর্মি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন