ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ খেলাপি হওয়ায় পদ হারালেন মার্কেন্টাইল ব্যাংকের এক পরিচালক

সম্প্রতি ঋণ খেলাপি হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের পদ হারিয়েছেন ব্যাংকের অন্যতম পরিচালক এ এস এম ফিরোজ আলম।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কাছে মেয়াদ শেষ হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ চারজন পরিচালককে নতুন করে বোর্ডে নিয়গ করার আবেদন করেছিল নিয়ন্ত্রক সংস্থা। তবে বাংলাদেশ ব্যাংক তিনজনের অনুমোদন দিলেও ফিরোজ আলমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাকে পরিচালক হওয়া থেকে অপসারণ করেছে।

এ বিষয়ক একটি চিঠি গতকাল রবিবার মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং  মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, এ এস এম ফিরোজ আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ আছে। তাই আইন অনুযায়ী তাকে পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়ার কোন সুযোগ নেই।

ফিরোজ আলম ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সাথে জড়িত। তিনি প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন