মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ৪ মাসে পর্যটনখাতে ক্ষতি কত?

 

করোনা মহামারিতে বিশ্বের পর্যটন খাতের প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের ওপরে লোকসান হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে সংস্থাটি জানায়, এ খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মহামারির কারণে পর্যটন ব্যবস্থা যতদিন ব্যাহত হবে, ক্ষতি ততোই বাড়তে থাকবে বলে জানায় সংস্থাটি।
যদি লকডাউনের গত ৪ মাসই হিসেব করা হয়, তাহলে এরই মধ্যে মহামারিতে বিশ্বের পর্যটন খাতের ১ ট্রিলিয়ন ডলারের ওপরে লোকসান হয়ে গেছে। যা বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধির প্রায় দেড় শতাংশ। যদি লকডাউন বা ভ্রমণে নিষেধাজ্ঞা ৪ মাসের পরেও বহাল থাকে, তাহলে এই লোকসান পৌঁছাতে পারে ২ ট্রিলিয়ন ডলারেরও ওপরে। যা কিনা বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধির প্রায় ৩ শতাংশ।
মহামারিতে আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ ১২ মাস বহাল থাকলে ক্ষতি হতে পারে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। এমনটাই জানিয়েছে আঙ্কটাড।
সংস্থার গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন নির্ভর সব দেশের কর্মসংস্থান আর রাজস্ব আয় এ খাতের ওপর নির্ভরশীল। ভ্রমণ নিষেধাজ্ঞায় পর্যটন নির্ভর একটি দেশের পর্যটনে রাজস্ব আয় ১০ লাখ ডলার কমলে জাতীয় আয় ৩০ লাখ ডলার পর্যন্ত কমে যেতে পারে। সবচেয়ে বেশি সংকট তৈরি হবে উন্নয়নশীল দেশগুলোয়।
পর্যটনখাত বিপর্যস্ত হলে এ ক্ষতির বোঝা টানতে হবে উন্নত দেশগুলোকেও। যুক্তরাষ্ট্রের লোকসান হতে পারে সর্বোচ্চ প্রায় ১৮ হাজার কোটি ডলার। চীনের লোকসান হত পারে ১০ হাজার কোটি ডলার। সর্বাধিক পর্যটক সমাগম হয় এমন দেশগুলো যেমন, জার্মানি, থাইল্যান্ড ও ফ্রান্সের লোকসান হতে পারে মোট জিডিপি প্রবৃদ্ধির প্রায় ৫ হাজার কোটি ডলার।
আনন্দবাজার/তা.তা

 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

সংবাদটি শেয়ার করুন