সম্প্রতি ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ পাঠিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
আজ সোমবার (৬ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ার বাজারে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত না মানায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৪৫ দিনের মধ্যে এই ৬১ পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। এই শর্ত পালন না করলে এসব পরিচালককে পদ অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি। গেল বৃহস্পতিবার এই নোটিশের চিঠি পাঠানো হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ার বাজারে কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এসব পরিচালককে হয় নতুন করে শেয়ার কিনতে হবে নয়তো পদ ছাড়তে হবে। ২০১১ সালে জারি করা নির্দেশনা কার্যকরে আবারও উদ্যোগ নিয়েছে বিএসইসি। তবে যে ২২ কোম্পানির পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে বিমাখাতের ১৪টি কোম্পানি রয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে