ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জরুরি রোগীদের করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট মেশিন ব্যবহার শুরু

সম্প্রতি করোনা পরীক্ষা ছাড়া রোগীরা জরুরি চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে জানা গেছে। এমনকি নমুনা দিতে পারলেও রিপোর্ট পাচ্ছেন না অনেকেই।

জানা গেছে, যক্ষা শনাক্তের জিন এক্সপার্ট মেশিন দিয়ে হবে করোনা পরীক্ষা। আর রিপোর্ট পাওয়া যাবে মাত্র একঘণ্টায়। ক্যান্সার আক্রান্ত কিংবা প্রয়োজনীয় অস্ত্রোপচার দরকার এমন ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য আর ঘুরতে হবে না হাসপাতাল থেকে হাসপাতালে। ঢাকার ১০টি হাসপাতালে হবে এ পরীক্ষা।

অনেক ভুক্তভোগী আছেন যারা নমুনা দিয়ে সময়মত রিপোর্ট পাননি এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় প্রাথমিকভাবে রাজধানীর তিনটি হাসপাতালে যক্ষা নির্ণয়ের জিন এক্সপার্ট মেশিন দিয়ে করোনার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। চলতি সপ্তাহে আরো ৭টি হাসপাতালে এ পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে।

এই ব্যাপারে  জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শাহেদুর রহমান খান জানান, ফরেনসিক সার্জারি, হার্ট বা গাইনি যে অপারেশনই হোক না কেনো এই মেশিনের মাধ্যমে আমরা খুব দ্রুত রিপোর্ট পাওয়া সম্ভব। আমরা আরটিপিসিআর যখন করি তখন তা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। আর এই টেস্টের সাথে অন্যান্য টেস্টের অনেক পার্থক্য আছে। এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত এবং সহজেই এই টেস্ট করা যায়।

এই পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য সেপিড কোম্পানির কিট লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে প্রাথমিকভাবে ১০ হাজার কিট পাওয়া গেছে। আরো ৩০ হাজার কিটের প্রতিশ্রুতি দিয়েছে গ্লোবাল ফান্ড।

বর্তমানে দেশে ২৫০টি জিন এক্সপার্ট মেশিন রয়েছে। শুধু সফটওয়্যার ইনস্টল করেই ওই কিট ব্যবহার করে এসব মেশিন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে। তাই জরুরি রোগীদের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা করে ভোগান্তি কমিয়ে আনা সম্ভব হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন