গোটা ভারতে নিষিদ্ধ হওয়ায় ৬০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে জনপ্রিয় অ্যাপ টিকটকের চীনা নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স। টিকটক ছাড়াও কোম্পানিটির তৈরি আরও দুইটি অ্যাপ ভিভা ভিডিও ও হ্যালো’র ওপর সম্প্রতি নিষিধেজ্ঞা আরোপ করে ভারত সরকার।
গত সোমবার (২৯ জুলাই) ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ‘দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর’ হিসেবে অভিহিত করে ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণা দেয়; যার অধিকাংশই চীনা কোম্পানির তৈরি।
বাইটডান্সের পক্ষ থেকে যদিও ভারতের এমন অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, টিকটক ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা বজায় রাখতে তারা সব সময় জোর দিয়ে এসেছে। টিকটকের মাধ্যমে কোনোভাবেই ভারতীয়দের কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়নি। বাকি কোম্পানিগুলোরও একই দাবি।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে জানা গেছে, গত মাসে সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর ভারত সরকার টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করায় টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের ৬০০ কোটি ডলার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে টিকটকে কোম্পানি বাইটডান্স। বিদেশে সর্বাধিক জনপ্রিয় চীনা অ্যাপ হিসেবে নিজের জায়গা করে নেওয়া টিকটকের ওপর এটা একটা বিশাল আঘাত বলেই ধারণা হচ্ছে। চীনের বাইরে যেসব দেশে টিকটকের ভালো ব্যবসা হচ্ছিল তার শীর্ষে রয়েছে ভারত।
আনন্দবাজার/তা.তা