বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত অর্থনীতি উদ্ধারের জন্য শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির মতো শিক্ষা কার্যক্রম চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
আজ শনিবারে (০৪ জুলাই) “কোভিড ১৯ পরবর্তী বাংলাদেশের শিল্পখাতের প্রস্তুতি : বিনিয়োগ ও দক্ষতা” শীর্ষক এক অনলাইন আলোচনায় এই দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের এই সংগঠনটির নেতারা।
স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেছেন, মহামারি করোনাভাইরাসের কারণে সারাবিশ্বেই অর্থনৈতিক কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়েছে। বাজার সঙ্কোচনের ফলে রপ্তানিমুখী শিল্প, এসএমই খাতে এবং অনানুষ্ঠানিক খাতে বেকারত্বের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, পর্যাপ্ত শ্রমশক্তি থাকা সত্ত্বেও আমাদের দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। করোনার সংকট কাটাতে ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে করতে শিক্ষা কারিকুলামের সংস্কার আনতে হবে। এছাড়াও শিল্প খাতের চাহিদামাফিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে।
বিদেশি বিনিয়োগ দেশে আনতে হলেও অবকাঠামো খাতের উন্নয়নের সঙ্গে দক্ষ জনশক্তি সৃষ্টি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও প্রবাস থেকে ফেরত আসা কর্মী এবং স্থানীয় শিল্পখাত থেকে কর্ম হারানো শ্রমিকদের শিল্পখাতে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।
আনন্দবাজার/এম.কে