সম্প্রতি মালদ্বীপের প্রশাসনিক এলাকায় পারিশ্রমিক ইস্যুতে বিক্ষোভ করায় ১৯ প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালদ্বীপের রাষ্ট্র- পরিচালিত সংবাদভিত্তিক চ্যানেল পাবলিক সার্ভিস মিডিয়া (পিএসএম) জানিয়েছে, গ্রেপ্তার করা বিদেশি কর্মীরা সবাই বাংলাদেশি।
জানা গেছে, বাংলাদেশি শ্রমিকেরা একটি রিসোর্টে কাজ করছিলেন। গত ২ জুলাই বৃহস্পতিবার থেকে নির্মাণাধীন রিসোর্টে উত্তেজনা বাড়তে থাকে । মালদ্বীপের ১৫ জন নাগরিক পাওনা পরিশোধ না করে বেরিয়ে আসতে চাইলে প্রায় ২০০ প্রবাসী শ্রমিক তাদের বাধা দেন। পরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু ওই ১৫ জনকে উদ্ধার করতে যেতে হয় দেশটির পাবলিক অর্ডার রেসপন্স ইউনিটকে।
গ্রেপ্তার করা ওই শ্রমিকদের হেফাজতে নিয়েছে মালদ্বীপ পুলিশ সার্ভিস (এমপিএস)। বেশ কয়েক জন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এই ব্যাপারে পুলিশ জানায়, তারা সেখানে যাওয়ার পর প্রবাসী শ্রমিকেরা কোনো বিক্ষোভ করেননি। তবে ‘রিসোর্টের ক্ষয়ক্ষতির দায়ে’ এবং ‘বিক্ষোভে জড়িত থাকার’ অভিযোগে ১৯ জনকে তারা গ্রেপ্তার করেছে।
আনন্দবাজার/এইচ এস কে